গাজাসহ আটক মা-মেয়েকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; নবীনগরে গাজাসহ মা মেয়ে আটক করে আদলতে প্রেরণ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ১০ কেজি গাজা সহ মা ও মেয়েকে আটক করে আজ ৩১ জানুয়ারি রোববার সকালে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে নবীনগর পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দু’জন নারীকে সন্দেহজনক ভাবে ব্যাগ নিয়ে মহেশপুর নৌকা ঘাট থেকে বিল দিয়ে হেঁটে জাফরপুর ও বাছিদপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় শনিবার ৩০ শে জানুয়ারি শনিবার গ্রামবাসীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা মেয়ের আচরণ সন্দেহজনক মনে হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান আবু মোছাকে জানালে ইউপি চেয়ারম্যান নবীনগর থানা পুলিশকে বিষয়টি অবগত করলে, নবীনগর থানার এসআই খলিলুর রহমান ও এএসআই রাজিব দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ইব্রাহিমপুর এতিমখানা গেইট সংলগ্ন থেকে মোসাঃ ছালেহা বেগম(৪৫) ও মরিয়ম আক্তার (১৯) নামে মা মেয়ের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গাঁজা বহনকারী মা মেয়ে মুরাদনগর উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা।

এই বিষয়ে এসআই খলিলুর রহমান আজ বিকালে অবজারভারকে বলেন, ১০ কেজি গাঁজা বহনকারী মা মেয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার রুজু করে আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।