হাতিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রতারনার অভিযোগে এক ব্যক্তি আটক

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

অনলাইন ডেস্ক : নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সুস্বাস্থ্য নিশ্চিত করন প্রকল্পের অধিনে স্বাস্থ্য কর্মী নিয়োগের নামে প্রতারনার অভিযোগে নিজাম উদ্দিন (৪৫) নামীয় এক প্রতারককে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে হাতিয়া নিউমার্কেট সংলগ্ন হাজি মাইন উদ্দিন ম্যানশনে।

এ ব্যাপারে হাতিয়া থানায় একটি প্রতারনার মামলা দায়ের করা হয়েছে। প্রতারক নিজাম উদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের মাকছুদুর রহমানের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে এই প্রতারক গ্রুপটি হাতিয়া উপজেলা সদরে একটি অফিস নিয়ে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যে তারা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধিনে ডিএমসিসিএল এর অর্থায়নে এমএমসি বাস্তবায়নাধীন সুস্বাস্থ্য নিশ্চিত করন প্রকল্পের অধিনে ৫টি পদে প্রায় ৬শ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পরবর্তীতে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার শেষে কথিত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগপত্র প্রদান করেন। নিয়োগপত্র গ্রহন করার সময় প্রার্থীদের কাছ থেকে জামানত হিসাবে ২হাজার ৫শ টাকা আদায় করে। বিষয়টি নিযে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ হলে তিনি বৃহ:বার বিকালে ওই কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় প্রতারক নিজাম উদ্দিনকে আটক করে হাতিয়া থানায় সৌপার্দ করা হয়।

অভিযানের সময় হাতিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, আটক প্রতারক স্থানীয় লোকজনকে প্রতারনার মাধ্যমে নিয়োগ দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। ইতোপূর্বে তাকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রতারক তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রাখায় তাকে আটক করা হয়।