আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়য়ার আখাউড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ক’দিন আগে উপজেলায় বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম ও উপজেলা মৎস অফিসের অফিস সহকারী রুমন দাসের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

আখাউড়া উপজেলায় এখন পর্যন্ত ২৪জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল ও হোম আইসোলেশন থেকে ১৫ রোগী সুস্থ হয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে।