কুমিল্লায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় শরীফ উদ্দিন খান (৪৫) নামে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফ উদ্দিন খান সিরাজগঞ্জ জেলা সদরের মধ্য ভদ্রঘাট এলাকার স্কুলশিক্ষক সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি ‘কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১’ এর অধীন বরুড়ার আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ উদ্দিন খান পল্লী বিদ্যুৎ সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পার্শের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তিন কন্যা সন্তানসহ পরিবারের সদস্যদের সাথে ওই বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত জানালার রড ভেঙ্গে ওই ঘরে প্রবেশ করে এবং শরীফ উদ্দিন খানকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার তার মরদেহ কুমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) মোস্তাফিজুর রহমান ও পুলিশের কর্মকর্তারা। বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার জানান, এ হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। সহসাই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। Share this:FacebookX Related posts: কুমিল্লায় নির্মিত হচ্ছে ১৮টি মডেল মসজিদ কুমিল্লার বরুড়া উপজেলার কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে কচুর লতি কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আনন্দমেলা কুমিল্লায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বাড়ি নির্মাণ কুমিল্লা থেকে ৩৮২ পিস গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাক গৌরীপুরে উদ্ধার কুমিল্লার দেবিদ্বারে দীর্ঘ ৮ বছর ধরে ভেঙে আছে সেতু কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ বেগমগঞ্জে নৌকা মার্কার সমর্থককে কুপিয়ে হত্যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত প্রয়োজন টেকনাফ থানার ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে সিনহার বোনের মামলা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কুপিয়ে হত্যাকুমিল্লাপল্লী বিদ্যুতের কর্মকর্তা