বেগমগঞ্জে নৌকা মার্কার সমর্থককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী চৌমুহনীতে মাজহারুল ইসলাম তুর্জয় (২২) নামের নৌকা মার্কার এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার ২নং ওয়ার্ড নাজিরপুর মোক্তার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত তুর্জয় ১নং ওয়ার্ড উত্তর নাজিরপুর তেলি বাড়ির মানিক মিয়ার পুত্র হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, নিহত তুর্জয় নৌকা মার্কার নির্বাচনী প্রচার শেষে বাড়ী ফেরার পথে ঘটনাস্থলে অজ্ঞাত সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। খরব পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এখনো মামলা হয়নি।

চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল জানান, তুর্জয় বিগত কয়েক দিন থেকেই আমার সাথে নির্বাচনী প্রচারনায় ছিলো। তাকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হত্যাকান্ডের বিষয়টি আমরা জেনেছি। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।