পাইকগাছা আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পাইকগাছা আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও মিট টুগেদার অনুষ্ঠান সোমবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নতুন কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর পূর্বের কমিটির নিকট থেকে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেন।

আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী জজ মোঃ সালাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল।

বর্তমান সাধারণ সম্পাদক সুকান্ত কুমার রায় ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তৈয়েব হোসেন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী জিএ সবুর, নতুন কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জিএম আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অজিৎ কুমার সরকার, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক সরদার সুবেহ সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শংকর কুমার ঢালী, লাইব্রেরী সম্পাদক সাইদুর রহমান মিঠু, সদস্য অনাদি কৃষ্ণ মন্ডল, সমরেশ চন্দ্র মন্ডল, শেখ আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম কচি, সমীর কুমার বিশ্বাস, কিশোরী মোহন মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল, অরুণ জ্যোতি মন্ডল ও দীপংকর সাহা।