বেনাপোল ছোট ভাইয়ের ছুরিকাঘাত বড় ভাই আহত

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বড়আচড়া গ্রামে বসত বাড়ি বিক্রি করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে বড় ভাই জিয়াউর কে ছোট ভাই শরিফুল ছুরিকাঘাত করে।তাকে গুরুতর আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।জিয়া বড়আচড়া গ্রামের শহিদুল ইসলাম কুরোনের ছেলে ।

স্থানীয়রা জানান জিয়াউর এর আপন ছোট ভাই শরিফুল ইসলাম কিছুদিন যাবৎ তাদের বসত বাড়ী বিক্রি করার জন্য চাপ দিয়ে আসছিল। সেই সূত্র ধরে আজ কথাকাটাকাটির এক পর্যায়ে জিয়াউর কে তার ছোট ভাই শরিফুল বুকের ডান পাশে ছুরিকাঘাত করে।

আহত জিয়াউরকে তার মা প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আহত জিয়াউর কে ঢাকায় রেফার্ড করে বলে জানা যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন ডিউটি অফিসার এএসআই ওবাইদুর রহমান।