বাহুবলে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাহুবলে মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের কছির মিয়ার ছেলে শাহ আলমকে (৪৫) প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার ধর্ষিতার পিতা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় হাজীমাদাম গ্রামের আব্দুল ছমেদের ছেলে খোয়াজ মিয়া (৪০) ও নোয়াঐ গ্রামের আব্দুর রউফের ছেলে মামুন মিয়াকেও (২৮) আসামি করা হয়েছে।

এদিকে মামলা দায়ের পরপরই বাহুবল মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই বিশ্বজিতের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক শাহ আলমকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নোয়াঐ গ্রামের জৈনক যুবতী কিছুটা মানসিক প্রতিবন্ধী। সে স্বাভাবিক কথা বলতে পারলেও সবার অগোচরে সুযোগ পেলে বাড়ি থেকে এদিক সেদিক চলে যায়। ঘটনার দিন অর্থাৎ গতকাল রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সবার অগোচরে বাড়ি থেকে চলে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে খোঁজাখুজি শুরু করেন। বাড়ির আশপাশ ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান না পেয়ে তারা চিন্তিত হয়ে পরেন। ওইদিন রাত ৮টার দিকে নোয়াঐ মুন্সি বাজার এলাকা থেকে ভিকটিম যুবতীকে একা পেয়ে শীতবস্ত্র ক্রয় করে দেবে বলে ফুসলিয়ে শাহ আলম তার নিজ টমটমে তুলে নেয়। পরে তাকে নিয়ে দিগাম্বর বাজারস্থ জনৈক আব্দুল কাদিরের সীমক্ষেতে নিয়ে যায়। সেখানে নিয়ে শাহ আলম ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মানসিক প্রতিবন্ধী যুবতীকে টমটম গাড়িতে তুলে মামলার আরেক আসামি খোয়াজ মিয়া ও মামুন মিয়াকে খবর দিয়ে আনে। এ সময় খোয়াজ মিয়া ও মামুন মিয়া ভিকটিম যুবতীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তাৎক্ষনিক ভিকটিম যুবতী ভয়ে চিৎকার করে টমটম থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে ভিকটিমের পরিবার তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা অভিযুক্ত ধর্ষক শাহ আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে ভিকটিম যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।