পাইকগাছা থানা ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যার রহস্য উম্মোচন

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

আতিয়ার রহমান,খুলনা : খুলনা পাইকগাছা থানার ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যা মামলার এজাহার ভুক্ত ২নম্বর আসামী থানা-পাইকগাছা, পিতা-মহিদুল মোড়ল পুত্র আলমগীর মোড়ল (২৭) গ্রাম ফকিরাবাদ, জেলা-খুলনা গতকাল রবিবার সকালে প্রান্ত ঘোষ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই আসামি।

সিআইডি খুলনার তদন্তকারী কর্মকর্তা এসআই মোল্লা লুৎফর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৬ জানুয়ারী মাদারীপুর জেলা থেকে আসামী আলমগীর মোড়লকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার ভিকটিম ¯’ানীয় ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ, পিতা-অচিন্ত ঘোষ, গ্রাম-গুরাইকাঠি, থানা পাইকগাছা, জেলা খুলনাকে এজাহার নামীয় আসামীরা গত ৬/১০/২০২০ সন্ধায় দিকে গড়ইখালি শুকুমার ডাক্তারের মোড়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অব¯’ায় প্রান্ত ঘোষ মৃত্যুবরণ করলে নিহতের ভাই বাদী হয়ে ৫ জনকে এজাহার নামীয় আসামী করে পাইকগাছা থানার মামলাকরেন,মামলা নং -১২ তারিখ-১০/১০/২০২০ ধারা-৩০২/৩৪২/৩৪ পেনাল কোড দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। সিআইডি খুলনা তদন্তভার গ্রহন করে ১৬ জানুয়ারী মাদারীপুর জেলা থেকে আসামী আলমগীর মোড়লকে গ্রেফতার করে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোছাঃ মাহমুদা খাতুন পুলিশ পরিদর্শক,বাংলাদেশ পুলিশ সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলা তিনি বলেন ,বাকি আসামিদের গেওফতার করার জন্য অভিযান চলছে।