বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান জেল হাজতে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১ অনলাইন ডেস্ক ; জমি দখলের মামলায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. মতিউর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১৩ মার্চ বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন তার লোকজন নিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান দখলে নিতে হামলা চালায়। হামলায় আব্দুল হামিদের স্ত্রী আমেনা বেগমসহ কয়েকজন গুরুতর আহত হয়। ঘটনার ৩ দিন পর ১৬ মার্চ তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মো. আব্দুল হামিদ ইউপি চেয়ারম্যান মিলনসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। গত ৩০ মার্চ দুই আসামিকে বাদ দিয়ে অন্য আসামিদের ০৪ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ওই দিন ৪ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করে বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর ইউপি চেয়ারম্যান মিলনসহ ৫ আসামি উচ্চ আদালতের মাধ্যমে অন্তর্বতীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে প্রধান আসামি কুদরত-ই-খুদা মিলন ও সাইদুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে ৩ তিন আসামির জামিন মঞ্জুর করা হয়। বাদিপক্ষে ছিলেন, অ্যাডভোকেট আহসান হাবিব, কারুজ্জামান রাশেদ ও আল ফয়সাল লেলিন। আসামিপক্ষে ছিলেন, অ্যাডভোকেট হকিকুল ইসলাম হকি ও নবিউর রহমান আপেল। Share this:FacebookX Related posts: বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাবান্ধা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী প্রেসক্লাব সম্পাদকের মাথা ফাটিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী বিরামপুরে আবাসিক হোটেলে আটক যুবকের কারাদণ্ড, যুবতীর অর্থদণ্ড সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউপি চেয়ারম্যানজেল হাজতেবাংলাবান্ধা