বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান জেল হাজতে

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

অনলাইন ডেস্ক ; জমি দখলের মামলায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. মতিউর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১৩ মার্চ বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন তার লোকজন নিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান দখলে নিতে হামলা চালায়। হামলায় আব্দুল হামিদের স্ত্রী আমেনা বেগমসহ কয়েকজন গুরুতর আহত হয়। ঘটনার ৩ দিন পর ১৬ মার্চ তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মো. আব্দুল হামিদ ইউপি চেয়ারম্যান মিলনসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

গত ৩০ মার্চ দুই আসামিকে বাদ দিয়ে অন্য আসামিদের ০৪ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ওই দিন ৪ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করে বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরপর ইউপি চেয়ারম্যান মিলনসহ ৫ আসামি উচ্চ আদালতের মাধ্যমে অন্তর্বতীকালীন জামিনে ছিলেন। উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে প্রধান আসামি কুদরত-ই-খুদা মিলন ও সাইদুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে ৩ তিন আসামির জামিন মঞ্জুর করা হয়।

বাদিপক্ষে ছিলেন, অ্যাডভোকেট আহসান হাবিব, কারুজ্জামান রাশেদ ও আল ফয়সাল লেলিন।

আসামিপক্ষে ছিলেন, অ্যাডভোকেট হকিকুল ইসলাম হকি ও নবিউর রহমান আপেল।