চিতলমারীতে ২৪ ঘন্টায় শসার দাম অর্ধেক!

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

বিভাষ দাস চিতলমারী,বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে ২৪ ঘন্টায় শসার দাম কমে অর্ধেকে নেমে এসেছে। গত শনি এবং রবিবার যেখানে শসার দাম ছিল মণ প্রতি ১১শ পঞ্চাশ থেকে ১২ শ টাকা সোমবার (২০ জুলাই) সেই শসার দাম নেমে আসে ৪শ পঞ্চাশ থেকে ৫ শ টাকা দরে। নিরূপায় হয়ে কম দামে খেতের উৎপাদিত ফসল বিক্রি করছেন চাষিরা। একদিনের মধ্যে এভাবে দাম কমাটা স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট নাকি প্রকৃতপক্ষে দাম কমেছে তা বুঝতে পারেনি তারা।

উপজেলার খড়মখালী গ্রামের বিকাশ হীরা, কংকন মজুমদার, অনন্ত মন্ডলসহ কয়েকজন সবজি চাষি জানায়, একদিনের মধ্যে মণ প্রতি ৪/৫ শ টাকা দাম কমে যাওয়া সোজা কথা না। এই করোনা কালের মধ্যে ঘরে একটা টাকাও নাই। মাঠের ফসলই যেখানে আমাদের শেষ ভরসা, তারও যদি দাম কমে যায় আমরা বাঁচব কিভাবে? এরকম দামেতো খরচের টাকা ওঠবে না। সরকার তো কতকিছু দেখ, আমাদেরটা দেখতে পারেনা?

চিতলমারী উপজেলার পাইকারী ব্যবসায়ী ইমরান মিয়া, উত্তম বাড়ৈ, সুমন্ত বিশ্বাস জানায়, ঢাকার বাজার ভালোনা। হঠাৎ করে দাম কমে গেছে, আবার মাওয়া ঘাটে সময় মতো ফেরি পাওয়া যায় না। তাই শসার দাম অর্ধেকে আসছে। সামনে দাম বাড়বে কিনা তারও কোন নিশ্চিত ভরসা নেই বলেও তারা জানায়।

চিতলমারী উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, এ উপজেলায় মোট চাষির সংখ্যা আছে ১৬ হাজার। এখানে শসা ৬৩৮ হেক্টর, করোলা ১৮৮ হেক্টর মিষ্টিকুমড়া ৫৩ হেক্টর, চালকুমড়া ৪২ হেক্টর, চিচিঙ্গা আর কাঁকরোল মিলিয়ে ১১৬২ শ হেক্টর জমিতে বর্ষাকালিন সবজির চাষ হয়েছে। অতি বৃষ্টির কারনে বিগত বছরের তুলনায় এবছর ফলন একটু কম হয়েছে। তবে দামের বেলায় সবাইকে একটু সচেতন হতে হবে। যতোটা শুনেছি ফেরি পাাপারে ব্যপারিদের কিছু সমস্যা হচ্ছে। তাই হয়ত শসার দাম হঠাৎ কিছুটা কমছে।