মেহেরপুরে সিআইজি গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; মেহেরপুরের গাংনীতে সরকারের ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) এর আওতায় এআইএফ-২ ম্যাচিং গ্রান্ট উপ প্রকল্প থেকে সিআইজি গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি (পাওয়ার ট্রিলার) বিতরণ হয়েছে। আজ বিকাল সাড়ে ৪ টার দিকে কৃষি অফিসের সামনে থেকে এ কৃষি যন্ত্রপাতি (পাওয়ার ট্রিলার) গুলো বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নিবার্হী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ। কৃষি যন্ত্রপাতি (পাওয়ার ট্রিলার) গুলো ৫ টি পুরুষ ও ১ টি মহিলা সিআইজি’র মাঝে বিতরণ করা হয়। প্রত্যেকটি পাওয়ার ট্রিলার ১ লক্ষ ২৭ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। মোট মূল্যের ৭০ ভাগ অর্থাৎ ৮৮ হাজার ৯ শ’ টাকা সরকার ভর্তুকি দিয়েছে এবং সিআইজি গ্রুপের সদস্যরা কেবলমাত্র ৩০ ভাগ অর্থাৎ ৩৮ হাজার ১শ’ টাকা জমা দিয়েই পাওয়ার ট্রিলারের মালিক হতে পারছেন। সিআইজি গ্রুপগুলো হলো: গাড়াবাড়িয়া, মটমুড়া ক্লাব পাড়া, কুমারীডাঙ্গা, চেংগাড়া ও হিন্দা পুরুষই সিআইজি এবং গাড়াডোব মিলপাড়া মহিলা সিআইজি। Share this:FacebookX Related posts: বলসুন্দরী কুলচাষে স্বাবলম্বী সাইফুল গদখালিতে ফুল বাগানের পরিচর্যায় ব্যস্ত চাষিরা বেনাপোলে গৃহবন্দিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন মাঠে ধান পাঁকলেও মিলছেনা শ্রমিক; রয়েছে কাল বৈশাখীর ভয় চিতলমারী স্বেচ্ছাশ্রমে ধান কাটছে ছাত্রলীগ সাতক্ষীরায় কাঁঠালের বাম্পার ফলন চিতলমারীতে সবজি চাষ নিয়ে দুঃশ্চিন্তায় কৃষক; চাষ হচ্ছে না অধিকাংশ ফসলি জমি ডুমুরিয়ায় পেঁপে চাষে উৎসাহ বাড়ছে মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা ভাসমান বেডে আমন বীজ তলা তৈরি করেছে কৃষকরা আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ চিতলমারীতে টমেটোর মূল্য বিপর্যয়: ৮০ টাকা কেজির টমেটো ৫ টাকা কেজি SHARES Matched Content কৃষি বিষয়: কৃষি যন্ত্রপাতি বিতরণমাঝেমেহেরপুরেসিআইজি গ্রুপের