মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : গাংনী পৌরসভাকে তিলোত্তমা পৌরসভায় পরিনত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে মেহেরপুরের গাংনী পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

আজ (৩০) জুন মঙ্গলবার বেলা ১২ টার সময় পৌরসভার সম্মেলন কক্ষে , কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম। আয়ের সাথে ব্যায়ের সংগতি রেখে এবং স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়ে ৩৭ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৮৭৩ টাকার বাজেট উপস্থাপন করেন পৌর সচিব শামীম রেজা ।

এ বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যায় ধরা হয়েছে ৫৬ লাখ ৫ হাজার টাকা। পৌর মেয়র আশরাফুল ইসলামেরে সভাপতিত্বে বক্তব্যে রাখেন পৌর কমিশনার মিজানুর রহমান, আফাল উদ্দিন। গাংনী পৌরসভাকে একটি তিলোত্তমা পৌরসভায় রুপান্তর করার পরিকল্পনা দ্রত বাস্তবায়ন হবে বলে পৌরবাসীকে আশ^স্ত করেন পৌর মেয়র আশরাফুল ইসলাম। এসময় পৌরবাসী জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।