হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ছাত্রলীগ নেতা আব্দুর রউফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে হত্যা মামলার প্রধান আসামী নিহতের ২ চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দুরদর্শী নেতৃত্বে এস আই আব্দুছ ছাত্তার ও সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় আনন্দ বাজার থেকে তাদের গ্রেফতার করেন । আটকৃতরা হলো উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের মৃত হাজী নুরু মিয়ার পুত্র তৈয়ব আলী (৪০) ও তার ছোট ভাই রফিকুল ইসলাম রবি (৩৫)।মামলা সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় গত ১১ জুলাই রাতে চাচা তৈয়ব আলীর বাড়িতে ঘুমাতে যায় বাগাহাতা (গাজীপুর) গ্রামের আব্দুর রহমান মিয়ার পুত্র ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি ও শচীন্দ্র ডিগ্রি কলেজের অনার্ষ ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুর রউফ (২৬)। পরদিন সকাল ১০ টায় পাশর্^বর্তী হাওরের একটি জলমগ্ন জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রউফের মৃত্যু নিয়ে উপজেলার পুরো আওয়ামী পরিবার ও সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয় এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় রউফ হত্যাকারীদের গ্রেফতারের সিদ্ধান্ত হয়। পরে বুধবার (১৫ জুলাই) রাতে নিহতের মা জরিনা বিবি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, মামলা করার পর পরই প্রধান আসামীদের গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টার পাশাপাশি হত্যাকান্ডের তদন্ত অব্যাহত আছে Share this:FacebookX Related posts: হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক স্ত্রী-শাশুড়িসহ চারজনকে খুন করে ঘাতকের আত্মহত্যা নবীগঞ্জে ভারতী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদেশি মদের চালানসহ বিশম্ভপুরে মাদক কারবারী আটক ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক সুনামগঞ্জে গাঁজার বাগান জব্দ, আটক ১ বাসে ধর্ষণ চেষ্টা: সহকারী গ্রেফতার চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার প্রধান আসামি গ্রেফতার বাহুবলে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেফতার তারাকান্দায় ৭ বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার মূল আসামী গ্রেফতার গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ছাত্রলীগ নেতাপ্রধান দুই আসামী গ্রেফতারবানিয়াচংয়েহত্যা মামলারহবিগঞ্জের