চিতলমারী স্বেচ্ছাশ্রমে ধান কাটছে ছাত্রলীগ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ; বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গরীব চাষীদের পাঁকা ধান কেটে বাড়ী তুলে দিচ্ছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে উপজেলার খলিশাখালী গ্রামে দেখা যায় এই চিত্র।

ঢাকা দক্ষিন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস মজুমদার ও উপজেলার ৬ নং চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোবিন্দ মজুমদার ১৫ সদস্যের স্বেচ্ছাশ্রম টিম গঠন করে “কৃষকের পাশে ছাত্রলীগ” স্লোগান নিয়ে গরীব চাষীদের পাশে দাড়ায়। গ্রামের হীরামন মন্ডলের জমির ধান কেটে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশে অঘোষিত লকডাউন চলছে। যার কারনে শ্রমিকরা ধান কাটার জন্য বাইরে যেতে পারছেন না। ফলে বিপাকে পড়েছে বোরো চাষীরা। এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছেন চাষীদের পাশে দাড়াতে।

ঢাকা দক্ষিন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস মজুমদার বলেন, বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা দক্ষিন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদের পরামর্শে আমরা গরীব চাষীর পাঁকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। এখানে চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সব নেতা কর্মী সহযোগিতা করছেন। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। কোন চাষী আমাদের সহযোগিতা চাইলে আমরা তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবো।

এসময় ধান চাষী হিরামন মন্ডল বলেন, আমার জমির সব ধান পেঁকেছে। কিন্তু কোথাও ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। পরে ছাত্রলীগের ভাইদের খবর দেই। তারা এসে আমার ২ বিঘা জমির ধান কেটে বাড়ীতে তুলে দিয়ে খুব উপকার করছে।