ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ধানে চিটা, ক্ষতিগ্রস্ত কৃষক! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৪ অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজানে ইট ভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ার কারণে ভাটার আশপাশের ৫-৬ একর জমির সকল কাঁচা-পাঁকা সোনালী ধান চিটা হয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ক্ষতিপূরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বানিয়াজান গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আলাল উদ্দিন, আজিজুল শেখ, ভানু বেগম, বাবুল ইসলাম, হুসেন আলী, রুবেল হোসেন ও ময়নাল মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন ফসলী জমিতে সরকারি ভাবে ইট ভাটা নির্মাণ অবৈধ হলেও সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইট ভাটা নির্মাণ করে ইট তৈরী করে রমরমা ব্যবসা করে যাচ্ছে সাবিব ইট ভাটা কর্তৃপক্ষ। ইট ভাটার পাশে আমাদের এলাকার সকল কৃষকের পাঁকা সোনালী ধান কিছু দিন পরেই কেটে ফসল ঘরে তুলতে হবে। এই অবস্থায় ইট ভাটার বিষাক্ত কালো ধোঁয়া, ছাই ও গ্যাসের কারণে ক্ষেতের সকল ধান পুড়ে চিটা হয়ে গেছে। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি আমরা। তারা বলেন, ইট ভাটার মালিক পক্ষকে বলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত। আমাদের এই ধান কেটে ফসল ঘরে তোলার মত উপায় নেই। বিঘাতে ৩-৪ মণ ধান উৎপাদন হবে কি না সন্দেহ। এতে করে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা, সংসারের ব্যয় তো দূরের কথা শ্রমিক খরচই উঠবে না। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ ঘটনায় সরকারি ভাবে আমরা ক্ষতিপূরণ চাই। কৃষক আলাল উদ্দিন বলেন, এই সাবিব ইট ভাটার কারণে আমাদের এলাকার নারিকেল, সুপারি, লেবুসহ সকল ধরনের ফলের গাছে ফল আসছে না। সেই সাথে পাতা পুড়ে মরে যাচ্ছে গাছ। শিশু ও বৃদ্ধসহ সকলেই ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কৃষক ময়নাল হোসেন বলেন, মাটি আনা নেয়ার কারণে রাস্তা নষ্ট হচ্ছে। কয়েক মাস পূর্বে এই অবৈধ ইট ভাটায় ম্যাজিস্ট্রেট অভিযান করে মোটা অংকের জরিমা করেছে। কিন্তু অদৃশ্য শক্তির কারণে ভাটাটি বন্ধ হচ্ছে না। আমরা এই অবৈধ ইট ভাটা বন্ধে জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্যসহ বন ও পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে সাবিব ইট ভাটায় গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত গা ঢাকা দেয় ভাটা কৃর্তৃপক্ষ। ভাটা ম্যানেজার রাকিবুল ইসলামের মুঠোফোনে বার বার কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান জানান, তিন ফসলী জমিতে ইট ভাটা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। বিষয়টি আমি মৌখিক ভাবে জানা মাত্রই ওই এলাকার ব্লক সুপারভাইজার উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছিলো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। আমি নিজেও সরেজমিনে গিয়ে ঘটনাটি দেখব। গত ১২ ফেব্রুয়ারি দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ সাবিব ভাটায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই ইট ভাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: কুমিল্লার কৃষকরা বাদাম চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন মেহেরপুরে কলমি শাক চাষ করে অনেকের সংসারে সচ্ছলতা এসেছে সিরাজদিখানে আলুক্ষেত পরিচর্যায় চাষিরা সিরাজদিখানে কিট নাশক বিষ ঢেলে ৬ একর আলু ক্ষেত নষ্ট কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ পানি নিস্কাশনের অভাবে বোরো ধানের ক্ষতি প্রথমবারের মতো বেগুনি ধান চাষ শিবচরে পাট নিয়ে বিপাকে কৃষকরা ডিজেলের মূল্য বৃদ্ধি ও পানির অভাবে দুশ্চিন্তায় চাষিরা সূর্যমুখীর পাগল করা সৌন্দর্য, বিমোহিত দর্শণার্থীরা মধুপুরে ধানক্ষেত রক্ষায় পলিথিনের ব্যবহার সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ১৭ সিদ্ধান্ত SHARES Matched Content কৃষি বিষয়: ইট ভাটাক্ষতিগ্রস্ত কৃষক!ধানে চিটাবিষাক্ত ধোঁয়ায়