বেনাপোলে গৃহবন্দিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ বেনাপোল প্রতিনিধি : বিশ্বব্যাপী এখন করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়েছে। এটি প্রতিরোধে বিশ্ববাসী সোচ্চার হয়ে উঠেছে। রোগটির কারনে প্রতিদিন শতশত মানুষ প্রাণ হারাচ্ছে। মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নানা মূখী কর্মসূচী গ্রহন করেছে সরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই মুহুর্তে সকলকে ঘরে অবস্থানের কথা বলছেন। ঘোষনা দেওয়া হয়েছে লকডাউনের কর্মসূচী অর্থাৎ ঘরে বসে থাকা(হোম কোয়ারেন্টাইন)। একমাত্র জরুরী পয়োজন ছাড়া কেহই ঘর থেকে বের হতে পারবেন না। কেউ নির্দেশনা মানছেন কিনা সেজন্য সার্বক্ষনিক মনিটরিং এর দায়িত্বে রয়েছেন-উপজেলা ওয়ারী ১ জন করে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী’র পাশাপাশি নামানো হয়েছে দেশের সর্বোচ্চ শক্তিশালী সামরিক বাহিনী(সেনাবাহিনী)। লকডাউনের কারনে দিন মুজুরেরা পড়েছে বিপাকে। কাজ নেই,খাওয়া নেই,পরিবার পরিজন নিয়ে অসহায় দিনযাপন করছে। আগামী ৪ঠা জুলাই পর্যন্ত সরকারের এ নির্দেশনা বলবৎ থাকবে। এ সকল অসহায় এবং ঘরবন্দি মানুষের জন্য সরকারের পাশাপাশি ব্যাক্তি,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,ছোট-বড় সামাজিক সংগঠনগুলো তাদের নিজেদের অর্থায়নে খাদ্য সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস দান করে চলেছেন। বেনাপোলে ফ্রেন্ড’স অরগানাইজেশন-৯৮ এর পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে এবং নিজেদের অর্থায়নে আজ মঙ্গলবার(৩১মার্চ) সকালে প্রায় ১১০ জন অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে। বেনাপোল বাজার সংলগ্ন বাহাদুরপুর মোড়ে সংগঠনের সভাপতি-মো:হাফিজুর রহমান এবং সাধারন সম্পাদক-মো: আশরাফুল আলম উজ্জল এর নেতৃত্বে ঐ খাদ্য সামগ্রী বিতরন বরা হয়। জনপ্রতি চাউল- ৪ কেজি,ডাল-১কেজি,আলু-২ কেজি এবং পেঁয়াজ-১কেজি করে দেওয়া হয়। এ সময় অংশ নেন সংগঠনের সহ:সভাপতি-১ মো: জুলফিকার আলী মন্টু,সহ:সভাপতি-২ তৌহিদুজ্জামান সুমন,সহ: সভাপতি-৩ মো: ইদ্রিস আলী,য্গ্ম-সাধারন সম্পাদক-আসাদুজ্জামান,সাংগঠনিক সম্পাদক-কে এম মনোয়ার হোসেন রিমন,প্রচার সম্পাদক-মো:ফরহাদ হোসেন শাওন,দপ্তর সম্পাদক-মো:বকুল হোসেন, অর্থ সম্পাদক-মৃনাল দেবনাথ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-এইচ এম নাসির উদ্দিন শাওন,কার্যকরী সদস্য-মো:আব্দুল হাই,মো: মিলন হোসেন, মামুন আল আহাদ,মো:রেজাউল করিম,মো:কাওছার আলী ও মুর্তজা শরীফ হাসান প্রমুখ। Share this:FacebookX Related posts: বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক যশোরের বেনাপোলে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার যশোরের বেনাপোলে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বেনাপোলে অস্ত্র, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ আটক-১ বেনাপোলে করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রদলের উদ্দ্যোগে জীবাণুনাশক স্প্রে বেনাপোলে ৩৮ কেজি গাঁজা,ফেনসিডিল ও মদ উদ্ধার বেনাপোলে সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ আটক বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ যশোরের বেনাপোলে র্যাবের অভিযান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১ বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: খাদ্য সামগ্রী বিতরনগৃহবন্দিদেরবেনাপোলেমাঝে