খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০ ???????????????????????????????????? আতিয়ার রহমান,খুলনা : ১৮ বছর বয়সে ভোটার হওয়া গর্বের বিষয়। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে পছন্দমত প্রার্থীকে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব। ভোট প্রদানের মতো মৌলিক অধিকার প্রয়োগে অনীহা সুনাগরিকের লক্ষণ নয়। খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে গতকাল সোমবার জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসকল কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।সিটি মেয়র আরও বলেন, এখন প্রতিবছর নির্দিষ্ট সময়ে জাতীয় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সঠিক ভোটার তালিকা প্রণয়নের আগে ২০০৭-২০০৮ সালের সাবেক তালিকায় এক কোটি ৩০ লাখ ভোটারের অস্তিত্ব নিয়ে আপত্তি ছিলো। এখন ১৮ বছর বয়সের সাথে সাথে প্রত্যেকে সঠিক জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন। খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আলমগীর কবীর ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম।অনুষ্ঠানে পুরাতন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও নতুন ভোটারদের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের শিল্পীদের পরিবেশনায় ভোটার দিবস ও নির্বাচন বিষয়ে পটগান পরিবেশন করা হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয় Share this:FacebookX Related posts: খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার খুলনায় পুলিশ সদস্যকে মারপিট: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত খুলনায় করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় আলোচনা সভা খুলনায় সীমিত পরিসরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন খুলনায় ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না -সিটি মেয়র খুলনায় ডুমুরিয়ায় সরকারী খাল ভরাট’র অভিযোগ খুলনায় ‘মাস্ক নাই যার, বাজার নাই তার কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী খুলনায় ৯৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও তার স্ত্রী কারাগারে SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: খুলনায়জাতীয় ভোটার দিবসপালিত