খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

আতিয়ার রহমান,খুলনা : খুলনা মহানগরী সোনাডাঙ্গা থানাধিন করিমনগর এলাকায় ৬২বছর বয়সের একজন বৃদ্ধের করোনা ভাইরাস সণাক্ত হয়েছে। গতকাল সোমবার (১৩ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর মেশিনে তার নমুনা পরিক্ষার পর সনাক্ত করা হয়।

তাকে খুলনায় নির্ধারিত করোনা ইউনিট (ডায়াবেসিকস হাসপাতালে) আইসোলেশনে নেয়া হয়েছে। পাশাপাশি তার পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রেখে পুরো এলাকা লকডাউন করা হয়েছে। খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ এবিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনার ডেপুটি সিভিল সার্জন এমডি সাইদুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তি নরসিংদিতে তাবলিগ জামাতে ছিলেন। সেখান থেকে তিনি ঢাকায় ১০দিন থেকে খুলনায় আসেন। আজ তার নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর মেশিনে পরিক্ষার পর পজেটিভ আসে।

তাকে আইসোলেশনে নেয়াসহ তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন এবং পুরো এলাকাটি লক ডাউন করা হয়েছে।
এদিকে খুলনা মহানগরীতে এই প্রথম কোন করোনা আক্রান্ত রোগি সনাক্ত হওয়ার খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।