খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; মহানগরীর ফুলবাড়িগেট এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৬ অভিযান চালিয়ে বুধবার রাত সোয়া ১টার দিকে তাদের গ্রেপ্তার করে।

তারা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলার মোফাজ্জেল হোসেনের ছেলে আল-মামুন (৩৪) এবং আবুল হোসেন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।

এ নিয়ে গত ৯ মাসে খুলনায় ‘আল্লাহর দল’র ১২ সদস্যকে গ্রেপ্তার করা হলো।
র‌্যাব-৬ এর পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ জানান, গোপন খবরের ভিত্তিতে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড, একটি মেমোরিকার্ড ও নগদ ১১০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন জানান, তারা দীর্ঘদিন ধরে এ সংগঠনের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছেন।