খুলনায় আত্মকর্মসংস্থান নিশ্চিতে আইসিটি প্রশিক্ষণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০ আতিয়ার রহমান,খুলনা : আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান নিশ্চিতে ‘লার্নিং এন্ড আর্নিং’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ বিষয়ে এক অবহিতকরণ সভা গতকাল সোমবার সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন । সভায় জানানো হয়, ২০২১ সালের মধ্যে দেশের আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান এবং বার্ষিক পাঁচশত কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিশ্চিতে সরকারের আইসিটি বিভাগ কাজ করছে। ২০১৪ সালে চালু হওয়া ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রকল্পের অধীনে বর্তমানে দেশের ৬৪ জেলায় দুই হাজার ব্যাচে ৪০ হাজার প্রশিক্ষণার্থী ৫০ দিনব্যাপী ২০০ ঘন্টার প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর ন্যূনতম একশ ডলার আয় নিশ্চিত করা হচ্ছে। খুলনায় ২০টি ব্যাচে মোট ৫০০ জন তরুণ-তরুণী এ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা ইন্টারনেটে ষবফঢ়.রপঃফ.মড়া.নফৎবমরংঃৎধঃরড়হ ঠিকানায় রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় প্রশিক্ষণ চলাকালীন ইন্টারনেটের সঠিক গতি নিশ্চিতের নির্দেশনা দিয়ে বলেন, দেশের আইসিটি প্রশিক্ষিত তরুণরা মালদ্বীপসহ বিশে^র বিভিন্ন দেশে কাজ করছে। দেশে এখন কর্মক্ষম লোকের সংখ্যা বেশি। এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা প্রয়োজন। অনুষ্ঠানে সহকারী কমিশনার মোঃ তকী ফয়সাল তালুকদার, জেলা আইসিটি প্রোগ্রামার মোঃ আবুজর রহমান, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আইসিটি বিষয়ক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, আলোচনায় ৫ জন প্রধান শিক্ষকের প্রচেষ্টায় ২১২ শিশু পেল নতুন স্কুল ব্যাগ নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার চেতনা ছড়িয়ে দিতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী গরীব কৃষকের ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিল ছাত্রলীগের কর্মীরা প্রধানমন্ত্রী’র উপহার চেক পেল করোনাজয়ী কবিরুল যশোর র্যাব-৬ এর অভিযান ফেন্সিডিলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী চৌগাছায় বস্তাবন্দি লাশ উদ্ধার চিতলমারীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত দেশ স্বাধীনের পর থেকে একটি পাকা রাস্তার স্বপ্ন দেখছেন তৈলকূপী গ্রামবাসী কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ট্রলারসহ ১৬ জেলে আটক ভাসমান সবজি চাষে ভাগ্য খুলছে কৃষকের মোংলা পোর্ট পৌরসভায় আ.লীগের প্রার্থীর জয়, বিএনপির বর্জন SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: