খুলনায় পুলিশ সদস্যকে মারপিট: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

আতিয়ার রহমান,খুলনা : খামার থেকে মাছ ও হাঁস না দেয়ায় খুলনার তেরখাদা উপজেলায় এক পুলিশ সদস্য মারপিটের শিকার হয়েছেন। এ অভিযোগে তেরখাদা উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পুলিশ সদস্য। মারধরের শিকার রহমত শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল।

তার খামার থেকে হাঁস ও ডিম না দেয়ায় তাকে পিটিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাতলা বাজারে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে কনস্টেবল শিকদার রহমত উল্লেখ করেছেন, উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামের সহযোগী নাজু চৌধুরী, বায়জিদ লস্কর ও মনু শিকদার শুক্রবার সকালে উপজেলার চরপাতলা গ্রামে তার হাঁসের খামারে যান। সেখান থেকে জোর করে ২০০ ডিম ও ২০-৩০টি হাঁস নেয়ার চেষ্টা করেন তারা।

খবর পেয়ে রহমত শিকদার সেখানে গেলে শার্টের কলার ধরে পাতলা বাজারে নিয়ে যান তারা। সেখানে তিন ঘণ্টা দাঁড়িয়ে রাখার পর হঠাৎ এসেই তাকে মারধর শুরু করেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।

এ সময় নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেয়ার পরও বেধড়ক মারপিট করেন চেয়ারম্যান। এরপরেও শনিবার সকালে বায়জিদ লস্কর তার খামারের কর্মচারী ফিরোজকে ফোন করে ২৫-৩০টি ডিম নিয়ে পাতলা প্রাইমারি স্কুলে এসে দেখা করতে নির্দেশ দেয়। না হলে খামার বন্ধ করে দেয়ার হুমকি দেয় তারা। এসব অভিযোগে শনিবার থানায় লিখিত অভিযোগ করেন রহমত।

এ ব্যাপারে তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, পুলিশ কনস্টেবল শিকদার রহমতের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম মারধোরের বিষয়টি অস্বীকার করে বলেন, হাঁসের জন্য তেরখাদার বিল নষ্ট হয়ে গেছে। আইন-শৃঙ্খলা সভায় বার বার হাঁস তুলে দেয়ার জন্য বলা হয়েছে। তবুও হাঁসের খামার বন্ধ করা হয়নি। বাধ্য হয়ে চৌকিদার দিয়ে হাঁস তুলে আনা হয়। হাঁস না তুললে কৃষকরা বাঁচবে না, কৃষক বাঁচাতেই এটি করা হয়েছে। তবে পুলিশ সদস্যকে মারপিট করেননি বলে তিনি দাবি করেন।