চাটমোহরে কষ্টি পাথরের অংশসহ আটক ১

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহরে শনিবার বিকেলে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তির একটি হাতসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃত আব্দুল হালিম (৩৫) উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, চাটমোহর উপজেলার শরৎগঞ্জ বাজার এলাকায় একটি চোরাই চক্রের সক্রিয় দল কষ্টি পাথরের মূর্তি পাচার করার উদ্দেশ্য অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাবের একটি দল।

শরৎগঞ্জ বাজারে আব্দুল হালিমকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তির একটি হাত উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক হালিম জানান, তিনি কষ্টি পাথরের মূর্তি পাচার করার উদ্দেশ্য সেখানে অবস্থান করছিল।

এ ঘটনায় চাটমোহর থানায় মামলা একটি মামলা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।