চাটমোহরে ধানের বাজারে নেই প্রত্যাশিত দাম, হতাশ কৃষক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক : সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযানে ধীরগতির কারণে পাবনার চাটমোহরে ধান নিয়ে বিপাকে পড়েছেন উপজেলার কৃষকেরা। হাট-বাজারে এনেও ধানের দাম পাচ্ছেন না তারা। প্রতিমণ ধানে লোকসান গুনতে হচ্ছে। কৃষকরা বলছেন, সরকারি গুদামে ধান সংগ্রহের ধীরগতির কারণে বাজারে ধানের সরবরাহ বেশী। সে তুলনায় ক্রেতা নেই। সুযোগ নিচ্ছেন মহাজন আর চাল কলের মালিকরা। সরকারি খাদ্য গুদামে ২৬ টাকা কেজি দরে এক মণ ধান ১ হাজার ৪০ টাকায় কেনার ঘোষনা আছে। গতকাল রবিবার উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে প্রতিমণ আমন ধান মানভেদে ৬৫০ থেকে ৭শ’ টাকার মধ্যে বিক্রি হয়েছে। গত ২০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হলেও এ উপজেলায় ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয় ১০ ডিসেম্বর। ওই দিন সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৫ হাজার ৯৫৬ জন তালিকাভূক্ত কৃষকের মধ্যে ১ হাজার ৫৮৪ জন কৃষক নির্বাচন করা হয়। এসকল কৃষকের কাছ থেকে ১ হাজার ৫৮৪ মেট্টিক টন ধান কেনা হবে। কিন্তু রবিবার পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র ১ মেট্টিক টন। ১০ ডিসেম্বর চাটমোহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সরকারের কাছ থেকে ১ মেট্টিক টন ধান সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে এখনও চাল সংগ্রহ অভিযান শুরু হয়নি। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৈরী আবহাওয়ায় ধানের আর্দ্রতা সমস্যার কারণে ধান ক্রয়ে ধীরগতি বলে তিনি দাবি করছেন। কেন্দুয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ Share this:FacebookX Related posts: ধান ক্রয়ে অনিয়ম সহ্য করা হবে না : খাদ্যমন্ত্রী নওগাঁয় গাছে গাছে আামের মুকুলের সমারোহ বগুড়ায় ধান কাটার উৎসব চলছে আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি প্রধান সড়কে ধানের বাজার টানা বৃষ্টিতে বোরো ধান নিয়ে বেকায়দায় রাজশাহীর কৃষকরা রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ আত্রাইয়ে জলাবদ্ধতায় ৬ হাজার হেক্টর জমি অনাবাদি নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের ইরি-বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক মধ্য প্রাচ্যের সবজি স্কোয়াশ চাষ হচ্ছে এখন আত্রাইয়ের মাটিতে SHARES Matched Content কৃষি বিষয়: চাটমোহরধানের বাজারহতাশ কৃষক