মুজিববর্ষ উপলক্ষে অ্যাথলেটিকস্ ও গ্রামীন ক্রীড়া উৎসব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে রবিবার (২৬ জানুয়ারি) গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘অ্যাথলেটিকস্ ও গ্রামীণ ক্রীড়া উৎসব’ অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লুৎফা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল মালেক, মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিরুল মোমেনীন, ফখরুল ইসলাম, মোঃ রহমত উল্লাহ। অনুর্ধ্ব ১৬ বছরের বালক ও বালিকাদের অংশ গ্রহণে মোরগের লড়াই, বিস্কুট দৌড়, মোরগের লড়াই, দীর্ঘ লাফ, মোমবাতি দৌড়, সুঁই সুতা, বেলুন ফুটানো, মিউজিক্যাল চেয়ার, কাবাডি, দাড়িয়াবান্ধা, বৌছি খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ীরা হলেন ক্রমনুসারে ১০মিটার দৌড়ে আরাফ আহমেদ অয়ন, দেলোয়ার হোসেন, শুভ চৌহান, বালিকায় সাঈমা আক্তার, স্বর্ণা মনি, নিশিতা রানী, ২০০মিটারে সাঈম রানা, বাদশা মিয়া, হাসানুল করিম, শারমীন আক্তার, রাজীয়া আক্তার, সুবর্ণা আক্তার, ৪০০মিটারে কাজল মিয়া, নোমান মিয়া, বায়েজিদ, দীর্ঘ লাফে সিফাত মিয়া, আবু সাঈদ, নোমান, মোমবাতি দৌড়ে নিমি আক্তার, সায়মা আক্তার, উম্মে হানি, দীর্ঘ লাফে কাজল মিয়া, রাকিব মিয়া, আব্দুস সালাম, সুইসুতায় সাদিয়া আফরোজ তন্নি, সাদিয়া আক্তার, আহসানি তাকমিন, মোরগের লড়াইয়ে নাঈম মিয়া, দেলোয়ার হোসেন, ফরহাদ মিয়া, বিস্কুট দৌড়ে আরাফ আহমেদ অয়ন, শামীম আহমেদ, পাভেল মিয়া, দড়ি লাফে বিউটি আক্তার, ডলি রানী, সুবর্ণনা আক্তার, দাড়িয়াবান্দায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান, রানার আপ অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়, বৌছিতে লামাপাড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান, রানার আপ গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বেলুন ফুটানোতে সুরাইয়া আক্তার, প্রত্যাশা দাশ, আইরিন আক্তার, মিউজিক্যাল চেয়ারে ঝর্ণা আক্তার, দোলেনা আক্তার সীমা, মীম মদিনা আক্তার মুন। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র্যালি ঈশ্বরগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনায় শোভাযাত্রা গৌরীপুরে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা গৌরীপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পৌরসভার আলোচনা সভা গৌরীপুরে মুজিববর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা গৌরীপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিময় গৌরীপুরে মুজিববর্ষ উপলক্ষে সোলার প্যানেল বিতরণ গৌরীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও হালুয়াঘাটে গণপরিবহন ঠেঁকাতে বসানো হচ্ছে অস্থায়ী চেক পোস্ট তেলিগাতী সরকারি কলেজের গেইটের সামনে হাটু পানি গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন বাঁচানো গেলো না উদ্ধার হওয়া হালুয়াঘাটের সেই নবজাতককে SHARES Matched Content দেশের খবর বিষয়: অ্যাথলেটিকস্গ্রামীন ক্রীড়া উৎসবমুজিববর্ষ