সাপাহার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে আটক-১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ কালে এক যুবককে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক শহিদুল্লাহ উপজেলার গোপালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। থানায় দায়েরকৃত বিজিবি’র এজাহার সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার একটু আগে আটক শহিদুল্লাহ(৩৮) সুন্দরইল বিজিবি ক্যাম্প এলাকার সোনাডাাঙ্গা মাঠের ২৪৮এর ৪এস পিলার এলাকা দিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এসময় ১৬ বিজিবি ব্যাটালিয়নের সুন্দরইল ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল তাকে দেখতে পেয়ে তার পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। এর পর তার দেহ তল্লাশী করে ভারতীয় এয়ারটেল সীমকার্ড সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে এবং সৃষ্ট ঘটনায় ওই দিন রাতে সুন্দরইল বিওপি’র কমান্ডার হাবিলদার মহসীন আলী বাদী হয়ে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইন ১৯৭৩ সালের ১১(ক) ধারা মোতাবেক বিনা পাসপোর্টে বর্হিগমন চেষ্টার অপরাধে থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার সকালে আটক শহিদুল্লাহকে জেল হাজতে প্রেরন করে। উল্লেখ্য আটক শহিদুল্লাহ একজন চিহ্নিত চোরাকারবারী তার বিরুদ্ধে সীমান্তেÍ চোরাচালান সহ একাধিক মামলা চলমান রয়েছে বলে এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে। Share this:FacebookX Related posts: চাটমোহরে কষ্টি পাথরের অংশসহ আটক ১ সাপাহারে মাদকদ্রব্য সহ আটক-১ সাপাহারে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আটক-১ মালামাল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার রাণীনগরে ৬ জুয়াড়ির অর্থদণ্ড নওগাঁর ধামইরহাটে ২৬৭ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারী আটক বগুড়ায় ১০ টাকা কেজির ৫০ বস্তা চালসহ এক ব্যক্তি আটক খাদ্য কর্মকর্তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি: গ্রেফতার ৭ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক র্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক পাকস্থলিতে হেরোইন পাচারকালে রাজশাহীতে দুই যুবক গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: আটক-১ভারতে অনুপ্রবেশ কালেসাপাহার সীমান্ত