মির্জাগঞ্জে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’’-এ প্রতিপাদ্যেকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে মির্জাগঞ্জে জাতীয় স্কুল কাবাডি (বালক-বালিকা) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল দশটায় মির্জাগঞ্জ থানার আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে সুবিদখালী সরকারি হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতার উদ্বোধন করেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো.জসীম উদ্দীন (পিপিএম বার)।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবীশ) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আত্হার উদ্দীন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো.ইসমাইল হোসেন মৃধা, সাধারন সম্পাদক মো.জসীম উদ্দীন জুয়েল ব্যাপারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওয়ালীদ প্রমূখ।

খেলায় উপজেলার গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় (বালক) ঝাটিবুনিয়া মোজাফ্ফার ইসহাক মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় উপজেলার ১০টি বিদ্যালয়ের মোট ১০টি টিম অংশ করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।