গৌরীপুর উপজেলা চেয়ারম্যান হলেন সোমনাথ সাহা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, মে ২২, ২০২৪ অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৯৫টি ভোট কেন্দ্রে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে সোমনাথ সাহা আনারস প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোফাজ্জল হোসেন খান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা পালকী প্রতীকে ৪২ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল হুদা চশমা প্রতীকে ২৯ হাজার ২৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফা ইয়াসমিন হাঁস প্রতীকে ৪১ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সালমা আক্তার প্রজাপতি প্রতীকে ২১ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন। মঙ্গলবার রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। গৌরীপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৫৯। নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোট ১ লাখ ১৫ হাজার ৮৫৫ ভোট। বৈধ ভোট ১ লাখ ১৩ হাজার ৬২ টি। বাতিল ভোট ২ হাজার ৭৯৩ টি। প্রদত্ত ভোটের হার ৪১.৩৮%। Share this:FacebookX Related posts: গৌরীপুরে বই বিতরণ উৎসব গৌরীপুরে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার নিরাপদ সড়কের দাবিতে গৌরীপুরে মানববন্ধন-বিক্ষোভ গৌরীপুরে অত্যাধুনিক ‘নেক্সাসথ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু গৌরীপুরে পিঠা উৎসব গৌরীপুর হাসপাতালের ডাক্তারদের পিপিই ও গ্লাবস্ দিলেন এমপি গৌরীপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিপিই পরিধান করে অফিস করেন! গৌরীপুরে হটলাইনে কল’ ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান! গৌরীপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক কাজী এম এ মোনায়েম আর নেই গৌরীপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম অব্যাহত গৌরীপুর শহরের সড়ক ও ফুটপাত ব্যবসায়ীদের দখলে গৌরীপুর দুর্গোৎসবে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা SHARES Matched Content দেশের খবর বিষয়: উপজেলা চেয়ারম্যানগৌরীপুরসোমনাথ সাহাহলেন