নিরাপদ সড়কের দাবিতে গৌরীপুরে মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী তিথী পালের (১২) মৃত্যুর ঘটনায় ময়মনসিংহের গৌরীপুরে চকপাড়া হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথী ও অভিভাবকরা মানববন্ধন-বিক্ষোভ করেছেন।

স্কুলের এসএমসি সভাপতি প্রদীপ বাগচীর নেতৃত্বে মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর ১২ টায় গৌরীপুর রেলওয়ে জংশনে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

উল্লেখ্য, তন্দ্রাচ্ছন্ন ট্রাকচালক ও হেলপারের অসাবধানতার কারনে গৌরীপুর পৌর শহরে কালিখলা নামক স্থানে ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হয় মেধাবী ছাত্রী তিথী। এতে আহত হয় তার সহপাঠী রূপা।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিথীর মৃত্যুর ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। ঘটনার পর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে যায় গৌরীপুর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উঠে প্রতিবাদের ঝড়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান তিথীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্যানার টানিয়েছেন। তাদের সবার দাবি একটাই নিরাপদ চাই, তিথীর মত যেন আর কাউকে যেন হারাতে না হয়।