গৌরীপুরে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দু’দিনব্যাপি সেমিনার এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার ও প্রদর্শনী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা পরিষদের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম,গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সরকার প্রমুখ।