গৌরীপুর দুর্গোৎসবে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য প্রার্থনা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবে রোববার (২৫ অক্টোবর) কালীখলা দুুর্গাপূজা মন্ডপে মোমবাতি প্রজ¦লন করেন করোনা মহামারি থেকে মুক্তি ও করোনায় নিহতদের স্মরণে প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালিবাড়ীর পুরোহিত হারাধন চক্রবর্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিখলা পুজা মন্ডপের সভাপতি অজিত কুমার মোদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু। প্রার্থনায় অংশ নেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অরুন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর, মাস্টার পাড়া পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অজিত চৌহান, বাগানবাড়ী পূজা মন্ডপের সভাপতি রতন মজুমদার, সম্পাদক বিজয় চন্দ্র নাগ, স্টেশন রোড পূজা মন্ডপের মিন্টু পাল, বিশ^জিৎ চন্দ্র দে, মধ্যবাজার পূজা মন্ডপের সভাপতি জয় বসাক পাপন, সম্পাদক পাপন পাল, পাল মন্দিরের গোপাল চন্দ্র পাল, সম্পাদক রাজিব চন্দ্র পাল, দুর্গাবাড়ির নিতিশ কুমার পন্ডিত, সম্পাদক নিবাস চন্দ্র বর্মণ, চকপাড়ার হরিদাস সরকার, রতন চন্দ্র সরকার, চকপাড়া কালীবাড়ি মন্দিরের রঞ্জিত কুমার সরকার, সুজিত সরকার, পুর্বদাপুনিয়া পূজা মন্ডপের সুকুমার চন্দ্র দাস, সম্পাদক পলাশ চন্দ্র মজুমদার, সরকারপাড়ার অসিম চৌধুরী রনি, অনিক এস, গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ প্রমুখ।