গৌরীপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম অব্যাহত

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২০

কমল সরকার’গৌরীপুর : বিশ্ব মহামারী করোনা সংকটকালে, ডেঙ্গু’র প্রাদুর্ভাব ধ্বংস করতে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার অলিগলিতে মশক নিধন কার্যক্রম অব্যাহত ভাবে চলেছে।

এক্ষেত্রে প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এ মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে। পৌর সভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন’ এমনিতেই করোনা সংকটে জন-জীবন হুমকির সন্মখিন। তার উপর ডেঙ্গু’র উপদ্রব আমাদের জীবনযাত্রাকে আরো বিপর্যস্থ করে তুলতে পারে। তাই এই সংকট কাটিয়ে উঠার লক্ষ্যে এই বর্ষা মৌসুম পুরোপুরি শুরু’র আগেই গৌরীপুর পৌরসভার উদ্যোগে এডিস মশা থেকে পরিত্রানের জন্য পৌরসভার সর্বত্র মশক নিধনের জন্য জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।

গৌরীপুর পৌরসভার উদ্যোগের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধে নিজ দায়িতে সহযোগিতা করার জন্য সকল সম্মানিত পৌর নাগরিকগণ নিজেদের বাসা-বাড়ী’দোকান-পাটের আশ-পাশ’ সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান’বিভিন্ন সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানদের প্রতি উদাত্ত আহবান জানান পৌর মেয়র।