গৌরীপুরে বই বিতরণ উৎসব

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার (১ জানুয়ারী) শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব পালিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি গৌরীপুর শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অপরদিকে গৌরীপুর চকপাড়া হেলাল উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দ আবু সাঈদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান জানান, এ উপজেলায় সরকারি-বেসরকারি, কেজি ও এনজিও পরিচালিত ২৬০ টি স্কুলে প্রায় ৫২ হাজার শিক্ষার্থীর মাঝে এক যুগে নতুন বই বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম জানান, এ উপজেলায় মোট ৬০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযুগে নতুন বই বিতরণ করা হয়েছে।

ফিরে দেখা, খুলনায় র‌্যাব-পুলিশের অভিযানে বন্দুকযুদ্ধে নিহত-২০