গৌরীপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিপিই পরিধান করে অফিস করেন! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি : সারাদেশের চিকিৎসকরা করোনা ভাইরাসের ভয়াল আক্রমণে যারা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে কাজ করে যাচ্ছেন। যেখানে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, যাদের কাজের ক্ষেত্রটা জাতীয় কিংবা বৈশ্বিক প্রতিকূলতায়ও বন্ধ করা যায় না। তাদের সুরক্ষার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বা সুরক্ষা পোশাক পর্যাপ্ত নেই। সেখানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু অফিস করেন পিপিই পরিধান করে। ৩১ মার্চ বিকাল ৩.৪৩ মিনিটে তিনি অফিসে বসে কর্মরত অবস্থায় পিপিই পরিধানের ছবি শেয়ার করছে তার ফেসবুক টাইম-লাইনে। গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ফিল্ড পর্যায়ে যাওয়ার সময় পড়ার অনুমতি আছে, তাই পড়েছিলাম। কিন্তু অফিসে পরিনা সবসময়। কিন্তু তার ফেসবুক ¯ট্যাটাসে দেখা যায় তিনি লিখেছেন তিনি অফিসে কর্মব্যস্ত। এই বিষয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, পিপিই সাধারণত যারা রুগীর সংস্পর্শে যাবেন বা রুগীকে সেবা করবেন শুধু তাদের জন্য। এখন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পিপিই পরিধান করে অফিস করা কতটুকু যুক্তিসংগত তা বলতে পারছি না। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে পিপিই ব্যাবহারের বিষয়ে প্রধানমন্ত্রী গত (২৯শে মার্চ) রবিবার সকালে ভিডিও কনফারেন্স এ বলেন, পিপিই হচ্ছে যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত তাদের জন্যে, ইদানিং দেখছি যত্রতত্র সবাই এর ব্যাবহার করছে। যাদের দরকার তারাই পাচ্ছে না, প্রথমে চিকিৎসকদের পিপিই প্রয়োজন। অযথা বাড়াবাড়ি করে বাবুর্চি, গেটম্যান, ব্যাংক এ সবাইকে দিয়ে সংকট করবেন না। আমি নিজেও বিব্রত বোধ করেছি এইটা দেখে, আতংকিত হয়ে যাই পাচ্ছেন তাই পড়ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চিকিৎসক ছাড়া অহেতুক যারা যারা পিপিই পড়বেন, তাদের সবাইকে করোনা রোগী দেখতে পাঠাবো। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে তিথী হত্যার বিচারের দাবিতে আইডিয়াল কিন্ডার গার্টেনের বিক্ষোভ গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার গৌরীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে ২১১জন অসহায়দের মাঝে ভাতাবহি বিতরণ গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: অফিস করেন!গৌরীপুরপরিধান করেপিপিইপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা