গৌরীপুরে অত্যাধুনিক ‘নেক্সাসথ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে কলেজ রোডে অত্যাধুনিক নেক্সাস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় কলেজ রোডে ওয়ালটন শোরুমের ২য় ও ৩য় তলায় অবস্থিত গৌরীপুরের প্রথম এ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট ও পার্টি স্টোরের উদ্বোধন করা হয়। এসময় রেস্টুরেন্টের পরিচালকরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রেস্টুরেন্টের পরিচালকরা জানান ফাস্ট ফুড, চাইনিজ, দেশী-বিদেশী রুচি ও মান সম্মত নানা খাবার সুলভ মূল্যে এখানে পাওয়া যাবে। এজন্য দেশের অভিজ্ঞ বাবুর্চি, শিক্ষিত কর্মকর্তা-কর্মচারী রেস্টুরেন্টে নিয়োগ দেয়া হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশে খাবার পরিবেশন, বিপনন এবং ছোট ও মাঝারী ধরনের যেকোন অনুষ্ঠানের জন্য উপযোগী করে গড়ে তুলা হয়েছে এ রেস্টুরেন্টটি। বাহিরের যেকোন অনুষ্ঠানে খাবার ডেলিভারী ও পার্সেল খাবারের অর্ডার নেয়া হবে রেস্টুরেন্টে।

পরিচালকরা আরো জানান, দেশের অন্যান্য অত্যাধুনিক রেস্টেুরেন্টের সাথে তাল মিলিয়ে গৌরীপুরে এই প্রথম চ্যালেঞ্জিং এ ব্যবসায়ী প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটিকে ঠিকিয়ে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা