গফরগাঁওয়ে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার ৩

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৩

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতি সংগঠনের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বারবাড়ীয়া ইউনিয়নের বাড়ার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন, পৌর শহরের জন্মেজয় এলাকার ইন্তাজ আলীর ছেলে মোঃ খোকন (৩২), সালটিয়া ইউনিয়নের জলেশ্বর গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে সাহাব উদ্দিন (৪৩), বারবাড়ীয়া ইউনিয়নের মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ রাজিব মিয়া (২৩)।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, চুরি, ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনা করাকালে ৩ জন ডাকাতকে ডাকাতির প্রস্তুতির কালে গ্রেফতার করা হয়। প্রত্যেকের বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে।