গফরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ের ১৬ পছর পালিয়ে থাকা গফরগাঁওয়ের আলোচিত হত্যা,ডাকাতি ও দ্রুত বিচার আইনের মামলায় পরোয়ানাভূক্ত আসামী মাসুদ মিয়া (৪৮)কে গ্রেফতার করে পাগলা থানা পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নেত্রকোণা জেলার সাতপাই গারো এলাকা থেকে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ ।

সে উপজেলার টাংগাব ইউনিয়নের বাইহাটি এলাকার সুন্দর আলীর ছেলে। বুুধবার তাঁকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাসুদ মিয়া ১৬ বছর আগে গফরগাঁওয়ের চাঞ্চল্যকর দুইটি হত্যা,তিনটি ডাকাতি ও একটি দ্রুতবিচার আইনের মামলার পরোয়ানাভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নেত্রকোণা জেলার সাতপাই গারো এলাকা থেকে মাসুদ মিয়াকে গ্রেপ্তার করে পাগলা থানা পুলিশ। তিনি সেখানে ভিন্ন নাম ও পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে বসবাস করছিলেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন,‘ চাঞ্চল্যকর ছয়টি মামলার পরোয়ানাভূক্ত প্রধান আসামী মাসুদ মিয়া ১৬ বছর ভিন্ন নাম ও পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিল।পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।