হালুয়াঘাটে সৎ পিতা কর্তৃক শিশুপুত্র অপহরণ,মায়ের নিকট মুক্তিপণ দাবি আটক-২

প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সৎ পিতা কর্তৃক পাঁচ বছরের এক শিশুপুত্রকে অপহরণ করে মায়ের নিকট পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে হালুয়াঘাট থানা পুলিশ তথ্যপ্রযোক্তি ব্যবহারের মাধ্যমে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডহরপাচুরিয়া গ্রাম থেকে দুইজনকে আটক করে অক্ষত অবস্থায় শিশু পুত্রকে উদ্বার করে মায়ের কাছে হস্তান্তর করেছেন থানা পুলিশ।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি দুপুরে হালুয়াঘাট উপজেলার ঠেংগাবর নামক স্থানে ইসলামী সভা শুনার কথা বলে ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামের ফজলুল করিমের পুত্র অপহরণকারী নূর মোহাম্মদ রিপন (৩০) নিজ বাড়ি থেকে সৎ পুত্র শরিফুল ইসলাম জুনাইদ (৫) কে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি শিশুটির মা শরিফা খাতুন বাদী হয়ে অপহরণকারী স্বামী নূর মোহাম্মদ রিপনের নামে একমাত্র পুত্র সন্তানকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। তার ধারাবাহিকতায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ পরির্দশক (তদন্ত) অবু বক্কর ছিদ্দিক,উপ-পুলিশ পরির্দশক শামছুদ্দোহাসহঙ্গীয় ফোর্স নিয়ে মামলা দায়েরের চার দিনের মাথায় ১৪ ফেব্রুয়ারি সকালে তথ্যপ্রযোক্তি ব্যবহারের মাধ্যমে বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগীতায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্বার করেন এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ডহরপাচুরিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র সালাম (৪০) ও তার স্ত্রী সুফিয়া খাতুন (৩৫) কে আটক করেন। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপহরণকারী নূর মোহাম্মদ রিপন পালিয়ে যায়।

শিশুটির মা শরিফা খাতুন সাংবাদিকদের জানায়, ধর্মসভার কথা বলে বাড়ি থেকে শিশু পুত্রকে নিয়ে যায় নূর মোহাম্মদ রিপন। পরে তার স্বামী মোবাইল ফোনে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার দুই দিন পর উপায়ন্তর না পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবগত করে মামলা দায়ের করেন। গত চার মাস পূর্বে পাঁচ লক্ষ টাকা কাবিন মূলে ইসলামী শরিয়ত মোতাবেক তাদের নিকাহ সম্পন্ন হয়। প্রায় সাত বছর পূর্বে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের আব্দুস সালামের পুত্র আজিজুলের সাথে তার বিয়ে হয়েছিল। কিন্ত স্বামীর পরকিয়ার কারণে সে তাকে তালাক দেয়। প্রথম স্বামীর সন্তান শরিফুল ইসলাম জুনাইদ। বর্তমানে তার গর্ভে রিপনের সন্তান রয়েছে বলে জানান। রিপন নারায়ণগঞ্জে একটি রড মিলে চাকরি করতেন বলে জানান। নিজের শিশুপুত্রকে ফেরত পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন শরিফা খাতুন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, সৎ পিতা কর্তৃক শিশুপুত্রকে অপহরণ করে মায়ের নিকট পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করার ঘটনাটি জানার পর অপহরণকারীর বিরোদ্ধে অত্র থানায় মামলা রুজু করেছেন। তথ্যপ্রযোক্তি ব্যবহারের মাধ্যমে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্বার করেছেন। এ সময় বাড়ির মালিক স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপহরণকারী নূর মোহাম্মদ পালিয়ে যায়। অপহরণকারী আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। শিশুটিকে তার মায়ের নিকট হস্তান্তর করেছেন বলে জানান। এ ঘটনায় এলাকাবাসী থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।