ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র উদ্বার আটক-৭

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ৯, ২০২০
ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র উদ্বার আটক-৭

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া পুরোহিতপাড়া এলাকা হতে ২টি পিস্তল, ১টি রিভলভার, তিনটি ম্যাগাজিন,২টি একনলা বন্দুক,অস্ত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি, ¯œাইপিং রাইফেলের টেলিস্কোপিংসাইট, ৭টি রামদা, ৪টি ছোড়া ও ১টি চাপাতিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ইয়াছিন আরাফাত শাওন (২৮) সহ ৭ জন আসামীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, ৯ মে ২০২০ খ্রিঃ তারিখ রাত ০৪.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৪, ময়মনসিংহে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া পুরোহিতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ সন্ত্রাসী

dainik somoy sangbad

ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র উদ্বার


১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩৬), ২। মাসুদ পারভেজ (৩০), উভয়পিতা- ইদ্রিস হোসেনসাং- চামড়া গুদাম (পুরবী সিনেমা হলের সামনে) ৩। মোঃ রায়হান আহম্মেদ রাজীব (২৮), পিতা-মৃত ছাবু মিয়া, সাং- শেওড়া চামড়া গুদাম ৪। মোঃ মানিক মিয়া (২৭), পিতা-মৃত আঃ জব্বার, সাং- শেওড়া চামড়া গুদাম, (বাসা নং-৩৩) ৫। হৃদয় আহম্মদ রাজীব (১৮) পিতা- আঃ গনি, সাং- মেডিক্যাল ছোট কৃষ্ণপুুর, বাসা-বাগানবাড়ী ৬। মোঃ রাজীব (৩০), পিতা- মোঃ আলতাফ হোসেন, সাং- শেওড়া চামড়া গুদাম ৭। মোঃ বাপ্পিখান (৩৬) পিতামৃত- মোখলেছ আহম্মদ, সাং- ৫৯ নং পুরোহিতপাড়া, সর্ব থানাকোতোয়ালী, জেলা ময়মনসিংহদের হেফাজত থেকে ২টি পিস্তল, ১টি রিভলভার, তিনটি ম্যাগাজিন, ২টি একনলা বন্দুক, অস্ত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণের সরঞ্জামাদি, ¯œাইপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট, ৭টি রামদা, ৪টি ছোড়া ও ১টি চাপাতিসহ ৩০০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
dainik somoy sangbad

ময়মনসিংহে প্রেস ব্রিফিং করছেন র্যাব-১৪ অধিনায়ক লে: কর্নেল এফতেখার উদ্দিন আহমেদ ।


গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা মাদক চোরাচালান, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ডে এসব অস্ত্র ব্যবহার করে মর্মে স্বীকার করে।

উল্লেখ্য যে, আসামী মোঃ ইয়াছিন আরাফাত শাওন ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, চাঁদাবাজী, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।