গফরগাঁওয়ে পুলিশের অভিযানে ডাকাতি ও মাদক মামলায় গ্রেপ্তার ৬

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

অনলাইন ডেস্ক ; ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামি,মাদক কারবারি ও গরু চোরকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া এলাকা থেকে ডাকাতি মামলার আসামি হাসান আলী (৩৪) কে গ্রেপ্তার করে পুলিশ। হাসানের নামে গফরগাঁও থানায় ৪টি ডকাতি ও ১টি নিয়মিত মামলা রয়েছে। অপর এক অভিযানে সালটিয়া ইউনিয়নের কালির হাট এলাকা থেকে মাদক কারবারি মানিক মিয়া (৩২)কে হেরোইনসহ ও পৌরসভার শিলাসী এলাকা থেকে মাদক কারবারি শরীফ হোসেন (৩১ কে ইয়াবাসহ আটক করা হয়। এছাড়াও গরু চুরি মামলার আসামী এসহাক মিয়া (৩৪ ) কে বারবারিয়া ইউনিয়নের লক্ষণপুর এলাকা থেকে ও রৌহা কালিরহাট গ্রাম থেকে সজীব মিয়া(২২), এ ছাড়ার পারিবারিক মামলায় রসুলপুর এলাকার হারুন আর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন,‘ডাকাতি,মাদক ও গরুচুরিসহ বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে আসামীদের সংশ্লিষ্ট মামলায় ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।’