গফরগাঁওয়ে চেক, ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ৬, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান করোনা সংকটকালীন সময়ে উপজেলার কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত অনুদানের চেক, গৃহহীনদের গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, নগদ টাকা এবং হতদরিদ্রদের মধ্যে সরকারি যাকাত ফান্ডের যাকাত বিতরণ করেছেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার ইমদাদুল হক প্রমুখ।

এ সময় উপজেলার ৪টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অনুদানের চেক, দরিদ্রদের মধ্যে গৃহনির্মাণের ১’শ ১১ বান্ডিল ঢেউটিন, তিন লাখ তেত্রিশ হাজার টাকা এবং ২২ জন হতদরিদ্র ব্যক্তিকে সরকারি তহবিলের যাকাত প্রদান করেন।