ঝিনাইগাতিতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ঝিনাইগাতিতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার ঝিনাইগাতি থানাধীন ভারুয়া বাজারস্থ পারভেজ টেলিকমের সম্মুখ হতে ০১ জন ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১,জামালপুর ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর সাইবার ক্রাইম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আসন্ন এসএসসি পরীক্ষা-২০২০ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তনের গুজব ছড়ানো হচ্ছে।

উক্ত বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে র‌্যাব-১৪,সিপিসি-১, জামালপুর এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৩/০২/২০২০ ইং তারিখ ১৭.১৫ ঘটিকার সময় শেরপুর জেলার ঝিনাইগাতি থানাথীন ভারুয়া বাজারস্থ পারভেজ টেলিকমের সম্মুখ হতে গোপন সংবাদের ভিত্তিতে প্রশ্নপত্র ফাঁস ও সাইবার ক্রাইম চক্রের সদস্য মোঃ কামরুল ইসলাম (২০), পিতা- মোঃ আঃ মতিন, মাতা- আছমা বেগম, সাং-ধারাপানি,থানা- ঝিনাইগাতি, জেলা- শেরপুরকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ০১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ২০১৯ সাল হতে সামাজিক যোগযোগ মাধ্যমে অসংখ্য ফেইক আইডি তৈরী করে পিএসসি,জেএসসি, এসএসসি এইচএসসি ও ডিগ্রীসহ সকল পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সকল পরীক্ষার রেজাল্ট পরিবর্তনসহ বিভিন্ন গুজব প্রচারণা করে বিকাশের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে বলে স্বীকার করে। বিভিন্ন পরীক্ষার সময় সে নিজেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ে কর্মরত বলে শিক্ষার্থীদের প্রলুদ্ধ করে ।

অতঃপর ফেসবুক ম্যাসেঞ্জার এর মাধ্যমে ইনবক্স করতে বলে এবং বিভিন্ন ভুয়া তথ্য উপাত্ত উপস্থাপন করে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে। ধৃত আসামী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্রফাঁস ও রেজাল্ট পরিবর্তনের গুজব ছড়ানো হচ্ছে এমন অসংখ্য ফেসবুক আইডি, ফেসবুক আইডির ফ্রেন্ড, ফেসবুক গ্রুপ ও ম্যাসেঞ্জার গ্রুপ এর সদস্য/এডমিন এবং ফেসবুক পেজ এর ফলোয়ার/এডমিন থাকার প্রমাণ পাওয়া যায় ।

উপরোক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতি থানায় র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে ।