গফরগাঁওয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২২আগষ্ট) মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোঃ তোফাজ্জল হোসেন (৩২) পাইথল ইউনিয়নের ফুলগাছিয়া গ্রামের মোঃ আব্দুল জব্বারের ছেলে।

পাগলা থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানার পুলিশ উপজেলার পাইথল ইউনিয়নের ফুলগাছিয়া গ্রামের জালালের দোকানের সামনে থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে মাদক ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেনকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাসী করে ২১পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতকে মাদক মামলায় আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।