চিতলমারীতে পরপর দুই খুন, আইন শৃঙ্খলার অবনতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মে ৬, ২০২৩ বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শুক্রবার রাত আটটার দিকে আব্দুল জব্বার শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় রাজীব শেখ নামের অপর এক যুবককে কুপিয়ে গুরুতর যখম করা হয়। এর আগে গত ২৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আড়–য়াবর্ণী গ্রামে ইব্রাহিম শেখের ছেলে মোঃ হোসাইন শেখের লাঠির আঘাতে চাচা ইউসুফ আলী শেখ নিহত হন। পরপর দুই শুক্রবারে এ দুটি খুনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়বাক গ্রামের ত্রিপল্লী স্কুলের পাশে গুচ্ছগ্রামের এক মাদ্রাসা পড়য়া ছাত্রীকে গোড়া নালুয়া গ্রামের ডাবলু মুন্সির ছেলে দেলোয়ার মুন্সির (৩০) উত্যক্ত করাকে কেন্দ্র করে ৫ মে শুক্রবার ওই মেয়ের বংশীয় আব্দুল হকের ছেলে আব্দুল জব্বার (২৯) এবং তার বিয়াই স’মিল মিস্ত্রী তৈয়াব শেখের ছেলে রাজীব শেখ (২৫)কে নিয়ে প্রতিবাদ করে। ওই দিন রাতে প্রতিবাদকারীরা গোড়ানালুয়া গ্রামে উৎসব উকিলের বাড়ীর সামনে গেলে ডাবলু মুন্সি ও তার দুই ছেলে দীন ইসলাম ও দেলোয়র ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে দুজনকে গুরুতর যখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর জব্বার শেখকে মৃত ঘোষনা করেন এবং রাজীব শেখের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর পরে রাত দশটার দিকে উত্তেজিত জনতা ডাবলু মুন্সী ও তার মেঝ ছেলে দীন ইসলামের বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মৃত আব্বুর জব্বার শেখের ভাই মোঃ শফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় ডাবলু মুন্সির ছেলেরা আমার ভাইকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গোড়ানালুয়া গ্রামে উৎসব উকিলের বাড়ীর সামনে রাস্তার উপরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় আমাদের বিয়াই রাজীব শেখকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। রাজীব বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। আমি আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মুক্তি বিশ^াস জানায় গুরুতর অবস্থায় আব্দুর জব্বার শেখকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে আব্দুর জব্বার শেখ মারা যায়। অপর দিকে রাজীব শেখের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিতলমারী থানার ওসি (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ইভটিজিংয়ে বাধা প্রদানের কারনে ডাবলু মুন্সির দুই ছেলে ধারালো অস্ত্র দিয়ে আব্বুর জব্বারকে কুপিয়ে হত্যা করেছে। রাত দশটার দিকে আম জনতা দুটি ঘরে আগুন দিয়েছে। এ ব্যপারে চিতলমারী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। ডায়রী নং ২১৬, তাং ৫/৫/২০২৩। এখন পর্যন্ত কোন পক্ষ মামলা দায়ের করেনি। মৃত দেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, ২৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আড়–য়াবর্ণী গ্রামে ইব্রাহিম শেখের ছেলে মোঃ হোসাইন শেখের লাঠির আঘাতে চাচা ইউসুফ আলী শেখ নিহত হন। এ ঘটনায় আসামী ও তার মাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: চিতলমারীতে মাতৃত্বকালীন ভাতা বিষয়ে অবহিতকরণ সভা চিতলমারীতে দুঃস্থদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ চিতলমারীতে কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান চিতলমারীতে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চিতলমারীতে স্বামী-স্ত্রীর করোনা ভাইরাস শনাক্ত, ১১ বাড়ী লকডাউন চিতলমারীতে কিশোরকে পিটিয়ে হত্যা চিতলমারীতে ভূমিহীন,গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং চিতলমারীতে নারীর রহস্যজনক মৃত্যু একাত্তরের এই দিনে চিতলমারীতে হত্যা করা হয় অর্ধশত বাঙালীকে চিতলমারীতে আর্থিক সংকটে শাপলা বিক্রেতার দুই মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা বন্ধের উপক্রম চিতলমারীতে ১৪৯ মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি চিতলমারীতে বৃদ্ধার জায়গা দখলের অভিযোগ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: অবনতিআইন শৃঙ্খলারচিতলমারীতেপরপর দুই খুন