ঝিনাইগাতীতে বন্য হাতির মরদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মে ৬, ২০২৩ অনলাইন ডেস্ক ; শেরপুরের ঝিনাইগাতীতে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৬ মে) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের নুহু মিয়ার ধানক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ফসল বাঁচাতে স্থানীয় কৃষকের দেওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে হাতিটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গারো পাহাড়ের বিভিন্ন স্থানে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্যহাতির পাল খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে প্রবেশ করে কৃষকের ধান, সবজিসহ বিভিন্ন প্রজাতির গাছ-পালা বিনষ্ট করছে। শুক্রবার দিবাগত গভীর রাতে একদল বন্যহাতি ভারত সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের কয়েক কৃষকের ধানের জমিতে নেমে এসে পাকা বোরো ধান বিনষ্ট করে। শনিবার (৬ মে) সকালে স্থানীয় কয়েকজন কৃষক নুহু মিয়ার ধানক্ষেতে একটি মৃত বন্যহাতি পড়ে থাকতে দেখেন। এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে পুলিশ, বন বিভাগ, বন্য প্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ হাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত হাতিটি পুরুষ জাতের। এর বয়স সাড়ে তিন থেকে চার বছর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফসল বাঁচাতে স্থানীয় কৃষকের দেওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে হাতিটি মারা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল থেকে কিছু পরিমাণ বৈদ্যুতিক ও জিআই তার জব্দ করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ বলেন, সুরতহাল প্রতিবেদনে হাতিটির দেহে কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ভিসেরা পরীক্ষার জন্য কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে (সিডিআইএল) ল্যাবে পরীক্ষার পর হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে আমদানী ও রফতানী কারক গ্রুপ’র নির্বার্চিত সদস্যদের শপথ অনুষ্ঠিত জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় জেলার শ্রেষ্টদেরকে ধোবাউড়া প্রেসক্লাবের অভিনন্দন ঈশা খাঁ এক্সপ্রেস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ধোবাউড়ায় দেড় যুগ ধরে ভাড়া ঘরে চলছে সদর ইউনিয়ন পরিষদের কার্যক্রম গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা হালুয়াঘাটে ইউ.ডি.সি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান গৌরীপুরে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে স্বপন মেম্বার গ্রেফতার হালুয়াঘাটে করোনায় আক্রান্ত কৃষি কর্মকর্তাসহ সুস্থ্য ২৭,মোট আক্রান্ত ৫৮ গৌরীপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর সভার প্রস্তুতী সভা ভালুকায় গাছের চারা রোপনকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-৫ জামালপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: