চিতলমারীতে ১৪৯ মন্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: রবিবার (২৫ সেপ্টেম্বর) মহালয়ার শুভক্ষণ থেকে শ্রীশ্রী দুর্গার আগমন বার্তা নিয়ে দেবীপক্ষের শুর।

১অক্টোবর ষষ্টী পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী চলবে মূল আনুষ্ঠানিকতা।এ অনুষ্ঠানকেসামনে রেখেসনাতন ধর্মাবলম্বীদেরচলছে বিশেষ প্রস্তুতি। মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগর, মন্ডপ সজ্জাকারী ও মন্দির কর্তৃপক্ষ। কেউ মাটির কাজ, কেউ বন-খর ও দড়ি নিয়ে কাঠামো তৈরি করেছেন। পূজার মূল আনুষ্ঠানিকতা যতই এগিয়ে আসছে প্রতিমা শিল্পীরা ততই ব্যস্ত সময় পার করছে। রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন প্রতিমা।

ঘরে ঘরে চলছে নতুন পোষাক কেনার ধুম। শিশুরা বাবা মায়ের হাত ধরে ছুটছে দোকানে। দোকানীরা নতুন নতুন পোষাকে সাজিয়ে তুলেছেন দোকান। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন রকম সভা সমাবেশ করে জনগণকে এ পূজা সুন্দরভাবে উদ্যাপনে উদ্বুদ্ধ করছেন। মোটকথা চারিদিকে সাজসাজ রব। গেল কয়েক বছর করোনার কারনে এ অনুষ্ঠান কিছুটা ম্লান থাকার কারনে এ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এ অনুষ্ঠান উদ্যাপিত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

চিতলমারীতে মোট ১৪৯টি মন্দিরে পূজার প্রস্তুতি চলছে। শান্তিপূর্ণভাবে এ পূজা উদ্যাপনের লক্ষ্যে সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের চিতলমারী উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার রায় এবং সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, চিতলমারীতে ১৪৯টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপনের লক্ষ্যে অন্যান্য সময়ের মত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক দৃষ্টি রাখবে এবং যে কোন সমস্যা নিয়ন্ত্রনে প্রস্তুত রয়েছে। এ ব্যপারে ২৪ সেপ্টেম্বর উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার এম আরিফুল হকের সে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, ‘হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা আগত। ঘরে ঘরে পূজার প্রস্তুতি চলছে। মন্ডপে মন্ডপে প্রস্তুতি প্রায় সম্পন্ন। যা বাকী আছে তাও মহালয়ার পর পর সম্পন্ন হবেবলে আশা করা হচ্ছে।’ সবাইকে এই উৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের এবং অংশগ্রহণের আহব্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, উপজেলার প্রায় সব মন্দিরে পূজার মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য কাজ এগিয়ে চলেছে। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এ পূজ উদ্যাপিত হবে। শান্তি বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখছে এবং নিয়মিত তদারকী করছে।