চিতলমারীতে নারীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
চিতলমারীতে নারীর রহস্যজনক মৃত্যু

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে নববধুর সাজে সজ্জিত অবস্থায় আফরোজা আক্তার (২২) নামের এক গর্ভবতী নারীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এটি হত্যা নাকি অত্মহত্যা তার সঠিক কোন কারণ জানা যায়নি। তবে মৃতের পিতা হত্যা বলে দাবী করেছেন। আফরোজা উপজেলার শান্তিখালী গ্রামের মোস্তফা শেখের ছোট মেয়ে।

মৃত আফরোজার পিতা মোস্তফা সেখ জানায, এক বছর আগে উপজেলার হিজলা নূতন চর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর সেখের সাথে তার মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জামাই আমীনুর সেখ প্রায় ১৫ লক্ষ টাকা যৌতুক নেয়। আমার মেয়ে অনার্স পড়তো। শুক্রবার রাত ১১টার দিকে আমার মেয়েকে তার শ্বশুর বাড়ীর লোকেরা ওড়না পেচিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমার মেয়ে দুই মাসের গর্ভবতী ছিল। তার হত্যার তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার দাবী করছি।

এ বিষয়ে আফরোজার স্বামী আমীনুর সেখ ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়ায় তাদের কোন বক্তব্য পাওয়া যায় নাই।

চিতলমারী থানার ওসি এ এই এম কামরুজ্জামন খান জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মেয়ের পরিবার কোন মামলা করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।