বিএনপি বিহীন জমে উঠেছে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন ময়মনসিংহের সর্বকনিষ্ঠ তারাকান্দা উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে মাঠে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। প্রার্থীদের কর্মতৎপড়াতার পাশাপাশি ভোটারদের আলাপ আলোচনা হিসেব নিকেশ খোশগল্পে নির্বাচন মূখর হয়ে উঠেছে পুরো উপজেলা। ভোটে অংশ নেবার ন্যূনতম সম্ভাবনা না থাকায় নিরব বিএনপি, প্রার্থীর ছড়াছড়ি ক্ষমতাসীন আওয়ামীলীগে, জাতীয় পার্টিও পিছিয়ে নেই। সম্ভাব্য প্রার্থীদের মাঠের নেতাকর্মীদের সাথে সম্পর্ক উন্নয়ন, গণসংযোগ, নানা সেবামূলক কাজ-কর্ম, উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহন, প্রচার-প্রচারণা, এলাকায় এলাকায় ইফতার আয়োজন ও দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি দেনদরবার তদ্বিরসহ নানা কর্মকান্ডে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। ভোটাররাও ভোট দানে প্রস্তুতির পাশাপাশি নানা হিসাবনিকাশে এলাকায় সরগরম করছেন। খোঁজ নিয়ে জানা যায়, তারাকান্দা উপজেলা পরিষদ হবার পর প্রথম নির্বাচনে এখান থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। পরে তিনি পদত্যাগ করে এমপি নির্বাচন করলে এখান থেকে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। বিগত নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক। স্থানীয় সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সাথে সুসম্পর্ক রেখে চলায় এডভোকেট ফজলুল হক এলাকার বেশ কিছু উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত থেকেছেন। ময়মনসিংহ বারের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ এই আইনজীবী নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলার পাশাপাশি মাঠের জনগণের সাথে সম্পৃক্ততা বজায় রেখে চলায় কোন ধরণের দুর্নাম স্পর্শ করতে পারেনি। এবারের নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে অংশ নেবার প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন। নৌকা প্রতীকের শক্ত দাবীদার হিসেবে মাঠে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর। ১৯৬৬ সালে ছাত্রলীগ করার মধ্যদিয়ে রাজনীতিতে হাতেখড়ি প্রবীন এই নেতা মুজিব বাহিনীর কর্মী হিসেবে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বলে জানিয়ে বলেন, তিনি দলের যেকোন দুর্দিনে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মাঠে সক্রিয় থেকেছেন। জাতীয় ও স্থানীয় প্রত্যেকটি নির্বাচনে এবং রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তিনি দলের জন্য বলিষ্ট ভূমিকা রেখেছেন। প্রতিমন্ত্রী শরীফ আহমেদ চাইলে এবার তিনি নিজেই প্রার্থী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন। নৌকার মনোনয়ন লাভ এবং নির্বাচনে বৈতরণী পারি দেবার ক্ষেত্রে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির আশির্বাদ, সমর্থন এবং সার্বিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে প্রতিমন্ত্রীর একান্ত কাছের লোক হিসেবে আলোচিত সাবেক ছাত্র নেতা বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া সরকার অনেকেটাই এগিয়ে আছেন বলে মাঠের নেতাকর্মীরা মনে করছেন। ৮০ দশকে ফুলপুর-তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বলিষ্ট দায়িত্ব পালন করা এই পরিক্ষিত মুজিব আদর্শের সৈনিক এবার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান হতে চান। মাঠ পর্যায়ের দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ১০টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা তার সাথে আছেন বলে তিনি জানান। তাকে মনোনয়ন দেওয়া হলে খুব সহজেই বিজয় নিশ্চিত হবে বলে তার বক্তব্য। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান সাবেক ছাত্র নেতা বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারুণ্যের কাছে ব্যাপক জনপ্রিয় জিয়াউল হক জিয়া। এর আগে তিনি গালাগাঁও ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। গত ইউপি নির্বাচনে তিনি ভোটে অংশ নেননি। বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া দীর্ঘ দিন ধরেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্য নিয়ে সচেতনভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা দশটি ইউনিয়নের সাবেক এবং বর্তমান চেয়ারম্যান ও মেম্বারদের একটি বৃহৎ অংশ তার সাথে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। অনেকের দাবী তাকে নৌকার মনোনয়ন দেয়া হলে এবারের নির্বাচনে বৈতরণী পাড়ি দেওয়া অনেকটাই সহজ হবে। তারাকান্দা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন গত নির্বাচনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি মাঠে সক্রিয় থেকে নানা কাজ করে যাচ্ছেন। প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সিগনাল পেলে তিনি এবার চেয়ারম্যান নির্বাচনে লড়তে চান। তিনি জনগণের সাথে সুসম্পর্ক রেখে চলছেন। এদিকে জাতীয়ভাবেই রাজনীতিতে চরমভাবে কোনঠাশা হয়ে থাকা বিএনপির নেতাকর্মীদের এই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কোন ধরণের তৎপতা নেই। তবে সেই সুযোগকে কাজে লাগাতে চায় জাতীয় পার্টি। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়তে চান তারাকান্দা উপজেলার জাতীয় পার্টির সভাপতি মাসুদ তালুকদার। তিনি দলের সার্বিক নির্দেশনা মত কাজ করে যাচ্ছেন বলে জানান। তবে বিএনপি নির্বাচনে অংশ নেবার সম্ভাবনা না থাকায় মাঠের সার্বিক বিবেচনায় নৌকার মনোনয়ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। তবে সাধারণ ভোটারদের কাছে প্রতীকের চেয়ে ব্যক্তির মূল্যায়নই বেশিগুরুত্ব পাবে বলে মনে করছেন ভোটের রাজনীতিতে সচেতন মহল। এটি হচ্ছে তারাকান্দা উপজেলা পরিষদের তৃতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে মাঠে ও হাই কমান্ডে সরবতার পাশাপাশি আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা এলাকায় প্যানা-ফেস্টুন, দেয়াল লিখন দিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়ে চলেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৬ মে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোয়ন বাছাই ১৮ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ১২ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস জানিয়ে তারাকান্দা উপজেলা মোট ভোটার সংখ্যা- ২৬৫৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৩৭৭০১, নারী-১২৮০৫২। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে আমদানী ও রফতানী কারক গ্রুপ’র নির্বার্চিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হালুয়াঘাটে উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ গৌরীপুর পৌরসভা নির্বাচন : আ. লীগের মনোনয়ন নিয়ে মিছিল-পাল্টা মিছিল, ওসি আহত ফুলবাড়িয়ায় তৃতীয়বারের মতো মেয়র হলেন গোলাম কিবরিয়া গৌরীপুর পৌরসভায় ভোট শনিবার হালুয়াঘাটে করোনায় আক্রান্তদের ঔষধ সামগ্রী তুলে দেন বিএনপি নেতা প্রিন্স ইউপি নির্বাচনে হালুয়াঘাটে নৌকা প্রতীক পেলেন যারা হালুয়াঘাটের গাজিরভিটায় নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হালুয়াঘাটে ২য় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা তারাকান্দা উপজাতিকে কুপিয়ে হত্যা হালুয়াঘাটে জেলা পরিষদ সদস্য প্রার্থী আ.লীগ নেতা কাঞ্চন এর মতবিনিময় হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে জনতার মেয়র হতে চান স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ SHARES Matched Content দেশের খবর বিষয়: উপজেলা পরিষদ নির্বাচনজমে উঠেছেতারাকান্দাবিএনপিবিহীন