বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মুক্তাদিরকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে শনিবার বিকালে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিএনপি সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে শনিবার বিকালে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে যান মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। মুক্তাদিরের গ্রেফতার বিষয়ে নগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, আমরা এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া জানাব না। কারণ মামলার কাগজপত্র সংগ্রহ করে দেখছি, আসলে ওয়ারেন্ট রয়েছে কিনা। আমার জানামতে তিনি জামিনে রয়েছেন। Share this:FacebookX Related posts: বিএনপির দুই মেয়রপ্রার্থীর সঙ্গে বৈঠকে ইসি ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতিতে ব্যস্ত বিএনপি’ শেষ ধাপের পৌর নির্বাচনে আ.লীগ ২৭, বিএনপি ১ স্বতন্ত্র ২টিতে জয়ী ফিলিস্তিনকে ৮০ কার্টন ওষুধ দিলো বিএনপি বিএনপি সংলাপে আসলে তাদের জন্য ভালো হবে: আইনমন্ত্রী সারাদেশে যে কর্মসূচি ঘোষণা করলো বিএনপি দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া বিএনপি নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী তারেকের হাওয়া ভবন ফিরে পেতে আন্দোলন করছে বিএনপি: কাদের বিএনপির ভিশন দিয়ে খাই খাই করবে: ওবায়দুল কাদের বিএনপি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া: ওবায়দুল কাদের বজ্রপাতে মৃত্যু হলেও সরকারের ওপর দায় চাপায় বিএনপি: ওবায়দুল কাদের SHARES Matched Content জাতীয় বিষয়: উপদেষ্টাচেয়ারপারসনেরবিএনপিমুক্তাদির গ্রেফতার