তারাকান্দা উপজাতিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মে ৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দায় মনোরঞ্জন ওরফে মন্টু সাংমা(৭০) নামে এক উপজাতিকে কুপিয়ে হত্যা করেছে এক উপজাতি যুবক।

এলাকাবাসী সূত্রে জানাগেছে,উপজেলা ঢাকুয়া ইউনিয়নের ঢাকুয়া গ্রামের মনোরঞ্জন ওরফে মন্টু সংমা (৭০) আজ রবিবার রাত আট টায় নিজ বাড়ির বসত ঘড়ের বারান্দায় অবস্থান করা কালে পাশের বাড়ির আশুতোষ নাত চাম্ভুগং পুত্র শিমুল চাম্ভুগং(১৯) অর্তকির্তভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

এসময় স্হানীয় জনতা খুনি শিমুল চাম্ভুগং(১৯) কে আটক করে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্হলে যায় এবং খুনি শিমুল চাম্ভুগং(১৯) কে গ্রেফতার করে। পুলিশ হত্যার কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল জব্দ করেছে। ঢাকুয়া ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার জানান,হত্যকান্ডের সাথে সাথে খবর পেয়ে ঘটনা স্হলে আমি যাই এবং স্হানীয় জনতা নিয়ে খুনিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করি।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আগামীকাল সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের হাসপাতালে প্রেরণ করা হবে।