তারাকান্দা উপজাতিকে কুপিয়ে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মে ৯, ২০২২ নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দায় মনোরঞ্জন ওরফে মন্টু সাংমা(৭০) নামে এক উপজাতিকে কুপিয়ে হত্যা করেছে এক উপজাতি যুবক। এলাকাবাসী সূত্রে জানাগেছে,উপজেলা ঢাকুয়া ইউনিয়নের ঢাকুয়া গ্রামের মনোরঞ্জন ওরফে মন্টু সংমা (৭০) আজ রবিবার রাত আট টায় নিজ বাড়ির বসত ঘড়ের বারান্দায় অবস্থান করা কালে পাশের বাড়ির আশুতোষ নাত চাম্ভুগং পুত্র শিমুল চাম্ভুগং(১৯) অর্তকির্তভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় স্হানীয় জনতা খুনি শিমুল চাম্ভুগং(১৯) কে আটক করে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্হলে যায় এবং খুনি শিমুল চাম্ভুগং(১৯) কে গ্রেফতার করে। পুলিশ হত্যার কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল জব্দ করেছে। ঢাকুয়া ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার জানান,হত্যকান্ডের সাথে সাথে খবর পেয়ে ঘটনা স্হলে আমি যাই এবং স্হানীয় জনতা নিয়ে খুনিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করি। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আগামীকাল সোমবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের হাসপাতালে প্রেরণ করা হবে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা গৌরীপুরে মেয়র প্রার্থী শুভ্রকে কুপিয়ে হত্যা, চেয়ারম্যানসহ গ্রেফতার-৪ গৌরীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী গৌরীপুরে অটো চালকদের সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধোবাউড়া সরকারী ডিগ্রী কলেজের অনলাইন ক্লাস উদ্ভোধন ‘আইনের শাসন কায়েম করতে এসেছি, কোন অপরাধীকে ছাড় দিতে নয়’ গৌরীপুরের সাংবাদিক শামীম খান করোনামুক্ত হালুয়াঘাটে উত্তরখয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ হালুয়াঘাটে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন হালুয়াঘাটের গাজিরভিটায় নৌকার মাঝি শিক্ষক আব্দুল মান্নান হালুয়াঘাটে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলামের বিশাল শোডাউন হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে শপথ গ্রহন SHARES Matched Content দেশের খবর বিষয়: উপজাতিকেকুপিয়ে হত্যাতারাকান্দা